মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্যতম সামাজিক সংগঠন ABETS এর ২০২৪-২৫ সেশন কার্য-নির্বাহি পরিষদ এর নির্বাচন গত ০১.০৩.২০২৪ জুমাবার সন্ধ্যা ০৭:০০ টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সময় কোন পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় ফরম সংগ্রহ করা সকলকে বিজয়ী ঘোষণা করা হয়।প্রধান নির্বান কমিশনার জায়দুল হক চৌধুরী তপু স্বাক্ষরিত বিবৃতিতে নিম্নোক্ত পদে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।সভাপতি – হাশেম বাহাদুর,সহ-সভাপতি- এমরান হোসেন জীবন,সাধারণ সম্পাদক – নজরুল ইসলাম নিলয়,যুগ্ম-সাধারণ সম্পাদক – আয়ফুর আলম,সাংগঠনিক সম্পাদক – আজিজুল হক,দপ্তর সম্পাদক – মফিজুল ইসলাম নিলয়,প্রচার সম্পাদক – রায়হান চৌধুরী,ক্রীড়া সম্পাদক – জাহাঙ্গীর আলম,সাংস্কৃতিক সম্পাদক – শহিদুল আলম,উন্নয়ন সম্পাদক – আনছারুল হক,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – মোহাম্মদ ইয়াছিন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক -আলী শিফন,ত্রাণ ও দূর্যোগ সম্পাদক – ইমাম উদ্দিন জিসান,ধর্ম বিষয়ক সম্পাদক – এইচ এম বেলাল উদ্দীন চৌধুরী,শিক্ষা বিষয়ক সম্পাদক – নাঈম উদ্দিন বাবু,আইন বিষয়ক সম্পাদক – মিনহাজুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – ইফতেখার ইসলাম সায়েম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – রায়হান ইসলাম জুবায়ের(বাবু) এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সধ্য সাবেক সভাপতি এম ইদ্রিচ চৌধুরী অপু নির্বাচন সমন্বয়কারী মামুন উদ্দীন জীবন প্রমূখ।
