আবদুল মামুন,সীতাকুণ্ড-
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ত্রাণকার্য (চাল) এর ডিও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ অক্টোবর) বিকাল ৩টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অমলেন্দুসেন কনক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেন, সীতাকুণ্ড উপজেলা আনসার ভিডিপি কমান্ডার শাহিনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পৌর জামায়াতের আমির হাফেজ আকবর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মনোজ কুমার নাথ, কনক দাশ, বাবুল শাস্ত্রী, সুজন মল্লিক, পাপন দাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ড প্রতিনিধি তানজিদসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার ৬৭টি পূজা মন্ডপের প্রতিনিধি।
অনুষ্ঠান শেষে প্রতিবারের ন্যায় সরকারীভাবে উপজেলার ৬৭টি পূজা মন্ডপের জন্য ৫০০ কেজি করে ৩৩ হাজার ৫০০ কেজি চালের ডিও বিতরণ করা হয় এবং পৌরসভার ১০টি পূজা মন্ডপের জন্য সরকারীভাবে ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
