জিয়াউল হক মাইজভান্ডারীর বড় কন্যা শাহজাদী জেবুর নাহার বেগম ইন্তেকাল

সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টার:- আজ বিশ্বঅলি শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) ৩৬তম ২৬ শে আশ্বিন উরশ। আজই (শুক্রবার) দুপুর ১টার দিকে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক:) বড় মেয়ে শাহাজাদী জেবুর নাহার বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।তিনি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মওলা হুজুর মাইজভাণ্ডারী বড় বোন এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী সহধর্মিনী। এখনো জানাযার সময় নির্ধারণ করা হয়নি। এদিকে গাউসিয়া হক মঞ্জিল সূত্রে জানা গেছে, বিশ্বঅলি শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) ৩৬তম ২৬ শে আশ্বিন উরশ উপলক্ষে বায়াত ও সাক্ষাতের কর্মসূচি বাতিল করা হয়েছে। এছাড়াও উরশের অন্যান্য কার্যক্রম চলমান থাকবে। হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক:) বড় মেয়ে শাহাজাদী জেবুর নাহার বেগম ইন্তেকালে মাইজভান্ডারি গাউসীয় হক কমিটির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন, পটিয়ার সমন্বয়কারী জাফরুল ইসলাম, মফিজ উদ্দীন, জয়নাল আবেদীন আঙ্গুর, সাবেক পৌর সাধারণ সম্পাদক দিদারুল আলম, পটিয়া প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *