সীতাকুণ্ডে ৬৭টি মন্ডপে নগদ অর্থ বিতরণ করেছেন আসলাম চৌধুরী 

আবদুল মামুন,সীতাকুণ্ড-

চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ সর্বমোট ৬৭টি পূজা মন্ডপে দুই লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব প্রফেসর লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১১টার সময় তার ফৌজদারহাটস্থ নিজ বাসভবনে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় শেষে এসব অনুদান তুলে দেন তিনি। এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রফেসর লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ বলেন, প্রতিটি ধর্মের উৎসব-অনুষ্ঠানের নিরাপত্তা প্রদান, গরীব-দুঃখীদের মধ্যে খাদ্য-বস্ত্র বিতরণ ইসলামের অপার সৌন্দর্যের অংশ। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাইদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। সারাদেশে শান্তিপূর্ণভাবে তারা এই উৎসব পালন করতে পারে সেজন্য বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করছে। কোন দুষ্কৃতিকারী যেন অনাকাঙ্খিত কিছু করতে না পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি আমাদের নেতাকর্মীরাও দেখভাল করছে প্রতিটি পূজা মন্ডপে। এসময় আসলাম চৌধুরী সনাতন ধর্মাবলম্বীদের পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সেইসাথে সারাদেশে নেতাকর্মীদের সতর্ক থাকার আহব্বানও জানান। আমরা শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে এই উৎসব পালনে সহযোগীতা করব। আমাদের ভ্রাতৃত্ব-বন্ধন, সম্প্রীতি হবে নজিরবিহীন। এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অমলেন্দু কনক, সদস্য সচিব মনজ কুমার নাথ, পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুনন্দ ভট্টাচার্য সাগর, সদস্য সচিব কাকন দাশ, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষে ইঞ্জিনিয়ার রতন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের পরিষদের যুগ্ম- আহবায়ক নারায়ন দে, চন্দন দেবনাথ, গোপাল শর্মা, লিটন বৈষ্ণব, বাবুল বাহাদুর শাস্ত্রীসহ সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *