সীতাকুণ্ডে ফসলের মাঠে আগাম শীতের সবজি

আবদুল মামুন,সীতাকুণ্ড-

শীত আসার অপেক্ষায় আছেন। অথচ বাজারে আছে শীতকালীন ফুলকপি, বাঁধকপি, মুলা, শিম, টমেটো, লালশাক, পালংশাক। কৃষকরা শীত আসার আগেই এসব সবজির আবাদ করেছেন। ভালো দামও পাচ্ছেন। যার ফলে অনেক কৃষক ঝুঁকছেন আগাম সবজি চাষে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃষকরা শীতের সবজির আগাম চাষ শুরু করেছেন। শীতের মৌসুমে অগ্রিম ফসল ফলিয়ে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। বেশীরভাগ কৃষক জমিতে লাগানো সবজির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার পাঁচ হাজার হেক্টরের বেশী জমিতে আগাম শীতকালীন সবজির চাষ হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লাউ, শিম, পটোল, মুলা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঢেঁডস, ধুন্দল, বরবটি, টমেটো ছাড়াও কয়েক প্রজাতির সবজি চাষ হয়।

উপজেলা কৃষি অফিসের তথ্যনুসারে এবার সীতাকুণ্ডে মোট ৫ হাজার ৪শ হেক্টর জমিতে শীতকালীন চাষ হয়। এর মধ্যে ২ হাজার ৬শ ৫০ হেক্টর জমিতে শিম ও ২ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে অন্যান্য ফসলের চাষ হয়েছে। তবে সীতাকুণ্ড সবসময় শিমের জন্য বিখ্যাত। এই উপজেলায় কয়েক প্রজাতির শিমের উৎপাদিত হয়।

গত বছর আগাম সবজি বিক্রি করে ব্যাপক লাভবান হয়েছিলেন কৃষকরা। এবারও তাই সবজি চাষের দিকে ঝুঁকছেন। কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, জমিতে কর্মব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে সবজির আবাদ। বিশেষ করে উপজেলার বারৈয়াঢালা, সৈয়দপুর, পৌরসভা, বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়নের অধিকাংশ এলাকায় ব্যাপক আকারে সবজির চাষ হয়।

সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম বাকখালী মধ্যেরধারী এলাকার কৃষক মোঃ রাশেদ আলী জানান, শীত মৌসুমের পুরো সময় সবজির চাহিদা থাকলেও মৌসুম শুরুতে ভালো দাম পাওয়া যায়। তাই আমরা শীতের শুরুর অনেক আগেই শীতকালীন সবজির আবাদ শুরু করি। তবে সার ও কিটনাশকের দাম বেশী হওয়ায় তেমন সুবিধা করতে পারি না।

আরেক কৃষক কামরুল হাসান জানান, এই এলাকা সবজি চাষের জন্য উপযুক্ত। ফলানো সবজি বিক্রি করতেও কোন বেগ পেতে হয় না। পাইকাররা ক্ষেত্রে এসেই সবজি কিনে নিয়ে যান। আগাম সবজিতে পোকামাকড়ের আক্রমণ বেশী হয়ে থাকে। তাই ফসলের দিকে সব সময় নজর রাখতে হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ্ বলেন, শীতকালীন আগাম সবজি ফলনে কৃষকরা অপেক্ষাকৃত বেশী লাভবান হয়ে থাকেন। তবে অসময়ের বৃষ্টিতে কখনো কখনো সবজির ক্ষতি হয়। তাই কৃষকদের সতর্ক থাকতে হবে। পোকামাকড়ের আক্রমণ ও অন্যান্য যেকোন সমস্যায় কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগীতা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *